আয়োজনের ত্রুটি নেই
সমাগম ও থই থই
প্রয়োজন ফুরিয়ে গেলে
অনেক দূরে সরে রই
নিঠুর খেলার চিল-চিৎকারে
মানবিক বোধ গেল উড়ে
হায়রে মানুষ রঙিন ফানুস
উড়িয়ো না আর এমন করে।


গঙ্গা জলের জলাঞ্জলী
এঁদো পুকুরের জলে
সমাপতনের প্রয়োজন ছিল কি
নিষ্পেষণ যাঁতাকলে?
রাস্তা কারো একার নয়,বোঝা উচিৎ ছিল
খোলা দরজা চিরতরে বন্ধ হয়ে গেলো।
------------------------------------
২৯/১২/১৯-অবুঝ মন-