পরিতক্ত শ্যাওলা জমা-অতীতের আবেদন
খুব জোরালো ছিল কি?
শুধু সাক্ষাতের ইঙ্গিত ছিল-সন্দেহ নেই
জীবনের প্রথম দোলা লাগা, গোলাপের কাছে‌
অনায়াসে যা ঝরেও, যেতে পারত-
অন্ধকার 'তারা খসা' দের দেশে।
কিন্তু, তা হয়নি--সহজিয়া রঙিন মোড়কে,
বোধহয় ছিল পিছুটান- যৌবন সুপ্রভাতের।
ধরি ধরি করি-নেশার টানে,আলো-আঁধারি পথে-
অতিবাহিত হল ক্ষণিক সময়
ঝুড়ি ভরা প্রতিশ্রুতির স্বপ্নের মায়াজালে।
এরপর সেই চেনা পথ--
যেভাবে অবৈজ্ঞানিক মতে রাহু করে গ্রাস
স্বপ্নীল রাতের উজ্জ্বল চাঁদ কে
ঘন অন্ধকার ঠিকানা খুঁজে দিতে
আবার হারিয়ে গেল সে, অচেনা পথে।
--------------------------------------------
৪/৮/১৯