অভিমানী প্রেম
নরেশ পাটঘরা


আমাকে আজও কেউ বোঝেনি,
ভালোবাসিনি ,তাই-
তরল রাত্রির গা বেয়ে গড়িয়ে পড়ে
অভিমান, প্রেম, হতাশা।


গভীর রাতে নুলিয়াদের জেলে ডিঙি
চেপে বেরিয়ে পড়ে
আমার বুকের অভিমানী প্রেম।


কেউ কখনো আমার ভেতরটা পড়েনি
তাই ,নীল খামে বন্দী রয়ে গেল
ভালোবাসা।


মাঝে মাঝে বিবাগী হতে চায় মন ।
কারণ ,
কখনো কেউ আমার হবেনা ।
জেনেছি এই বাস্তব সত্য ।
দূরে বহুদূরে
দুঃখের নীল গলানো সমুদ্রে
আমৃত্যু সাঁতার কাটি
আর বলি
"নিঠুর এই করেছ ভালো" ।