অলীক পাখি
নরেশ পাটঘরা


তুমি চলে গেলে।
তারপর বৃষ্টি নামল ।
কিন্তু পাথর ভিজলো না !
চাপা পড়ল গোটা আলোর
অপেক্ষামান পৃথিবী ।


পায়রাটা চিলেকোঠায় বসে আছে
চুপচাপ , এখন বকম বকম করতে
ভুলে গেছে !


ভালো থাকাটা বোধ হয়
পথ হারিয়ে উদভ্রান্ত ।
বিশ্বাস কমে যাচ্ছে প্রতিটি মুহূর্তে
ইচ্ছেগুলো গাছের পাতার মতো
ঝরে পড়ছে অনুর্বর মাটিতে ।


ভালোবাসার পাখি উড়ছে
মেঘের ওপারে।