অনন্ত প্রেম
নরেশ পাটঘরা


তুমি সারাক্ষণ আমার মনের মধ্যে
ঘোরো ,ফেরো, কথা বলো ,গান গাও
আর স্বপ্ন সাজাও !


ভালোবাসা বাঁচতে শেখায়
প্রথম বুঝেছিলাম
যেদিন কাছে ডেকে ছিলে
চোখের ইশারায় !


ভালোবাসা নীল সমুদ্রের মতো;
সারা জীবন সাঁতার কাটলে ও
কূল কিনারা মেলে না ।
শুধু অনাবিল এক মুগ্ধতা !


তুমি শেখালে-
ভালোবাসতে গেলে কতটা নমনীয় হতে হয়!
কতটা আত্মত্যাগ করলে
ভালোবাসা বন্দি থাকে
  হৃদয়ের গভীর অন্তরে !


তুমি দেখালে -
ভালবাসার কাছে
পৃথিবীর সবকিছু তুচ্ছ ।


অনন্ত প্রেম দাঁড়িয়ে আছে
দুহাত প্রসারিত করে।