অন্য আমি
নরেশ পাটঘরা


আমার মধ্যে আমি বিদ্রোহ করলে
আকাশ থেকে চাঁদ
         পেড়ে এনে দেবার স্বপ্ন দেখাই।


আমার মধ্যে আমি ঘুমিয়ে পড়লে
নারীর কাছ থেকে
ভালবাসার আগুন এনে দেবার
             প্রতিশ্রুতি দিই।


আমার মধ্যে আমি কাঁদলে
সাগর থেকে
মুক্ত এনে দেবার গল্প শোনাই।


আমার মধ্যে আমি হতাশ হলে
নারীর কাছ থেকে
এক পেয়ালা হাসি এনে দেবার কথা বলি।


আমার মধ্যে আমি অন্ধকার আচ্ছন্ন হলে
রুপসার বুক থেকে
এক আকাশ কল্পনা এনে দেবার
অঙ্গীকার করি।


আমার মধ্যে আমি দুঃখ পেলে
নীল কন্ঠ পাখির কাছ থেকে
সুখের ঠিকানা আনার কথা বলি।


আমার মধ্যের আমিকে আজো
চিনতে পারিনি বলে
প্রতিটি মুহুর্ত সন্ধি করে চলেছি।