অপেক্ষা
নারেশ পাটঘরা


তার মুখের মত মুখ
একটাও দেখিনি বলে
ভালবাসতে পারলাম কই?
তাই অধরা থেকেই গেল প্রেম
অধরা থেকে গেল সোনালী বিকেল,
গড়ের মাঠ, নিউমার্কেট, গড়িয়াহাট,
দীঘা ,পুরী আর কোজাগরী রাত।


এমন কেউ নেই যে
মাথায় হাত রেখে বলবে
স্বপ্ন দেখতে ভুলনা
জীবনের কটা দিন হেসে খেলে
কাটিয়ে দাও দুঃখকে বাই বাই বলে।


বুকে মরুভূমির শুকনো বাতাস
প্রতিদিনই দীর্ঘ হয়
বোকা কান্না চোখের গভীরে
টলমল করে .........
কেউ দেখেনা, কারো সময় নেই বলে
এখন দিন পার হই ভাঙ্গা নৌকার
গলুইয়ে পা রেখে।


ভালোবাসা তোমাকে এই জীবনে
দেখতে পেলাম না
চলে যাচ্ছি অনেকটা বেদনা সঙ্গে নিয়ে।