আশক
নরেশ পাটঘরা


কিশোর ছেলেটা ভীষণ ভালোবাসতো
মেয়েটিকে ,মেয়েটাও ভালোবাসতো
ছেলেটিকে। দুজনের ভালোবাসা
এতটাই গাঢ় ছিল যে পাড়ার লোকের
আলোচনার বিষয় ছিল তারা।


একদিন মেয়েটার রূপের আলোয়
ঝলসে গেল ছেলেটার দুটো চোখ।
এখন ছেলেটা অন্ধ ।
সারাদিন রঙের কারখানায়
কাজ করে ।লাল ,নীল, হলুদ .......
কত রং সারাদিন নাড়াচাড়া করে।


ছেলেটার বাড়ির চারপাশে
কেষ্টকলি আর কুমকুম ফুটে আছে।
মেয়েটা মাঝে মাঝে আসে
কেষ্টকলি গাছটাতে হেলান দিয়ে
এক মুঠো স্বপ্ন ছুড়ে দেয়
ছেলেটার রঙিন বারান্দায়।


এখন  ছেলেটা
মেয়েটির নরম তুলোর মত
লাল টুকটুকে ঠোঁট দুটো ছুয়ে আসে
গভীর ঘুমে পৃথিবী যখন ঘুমিয়ে থাকে।