অশ্রান্ত
নরেশ পাটঘরা


নোনা জলের স্বাদ এবং ঘাম
এখনো লেগে আছে জিবে।
রায়মঙ্গল নদীর জলে
এখনো দুলছে স্বপ্ন
রাতের জোছনা মেখে নিঃসঙ্গ।


গাঢ় অন্ধকার
লাঙ্গলের ফলা মাটির গান গায়,
আমার দুই হাতে পায়ে বোদের দাগ,
ভাগ্য রেখার মতো স্থায়ী!


প্রেমের নীল আলোয়
আজও সাঁতার কাটি
ভালোবাসা পাবো বলে
কান পেতে থাকি
অশ্রান্ত ।


বারবার স্বপ্ন ভাঙে
তবু বেঁচে থাকি
ভালবাসার অলীক পাখি
একবার ধরে দেখবো বলে।