অসংখ্য আমি
নরেশ পাটঘরা


মৃত্যু বারবার শিওরে এসে দাঁড়ায়;
কিন্তু
বারবার ফিরিয়ে দিই
অলীক ভালোবাসার টানে !
গভীর সমুদ্রের তলদেশ যেমন
শান্ত হয়ে থাকে; আমি ঠিক
তেমন থাকার চেষ্টা করি
যতক্ষণ না মনের টেকটনিক প্লেটের
বিচ্যুতি ঘটে ।


ভালোবাসা দুর্লভ বলে
আকুল প্রার্থনায় বসি,
কাচের মত ভেঙে যায় ,
বাদামি পাথরে রয়ে যায়
রক্তের দাগ। নিষ্ঠুর সময়
থাবা বসায়।


একটু একটু করে যখন শিখে ফেলি
কেমন করে বাঁচতে হয়
তখন আমি এক অন্য মানুষ ,
এক পৃথিবীর মধ্যে আরেকটা পৃথিবী
আমার মধ্যে আমি
এবং অসংখ্য আমি।