নরেশ পাটঘরা


এখনো   কেউ কেউ বাদামি স্বপ্ন দ্যাখে
             যুদ্ধে যাবার আগে
            কিম্বা শিশুকে বুকে চেপে
            ঘুমের মধ্যে অথবা ঘুম থেকে ওঠার আগে


দেখি     বেঁচে থাকার স্বপ্ন হাঁটে
            ফুটপাত থেকে ফুটপাত
            মাঝখানে দুঃস্বপ্ন ছুটে যায়
            রঙের পালক ছিঁড়ে


তবু      হৃদয়ে এক অনুভুতি
           প্রেম ভালোবাসা
          নড়েচড়ে অশান্ত সময়ের
          হাত ধরে ।