বড় হয়ে গেছি !
               নরেশ পাটঘরা
এখন আমি আর শিশির গাছের তলায় দাঁড়িয়ে
আকাশের তারা গুনি না,
চাঁদকে ডাকি না, চাঁদ মামা বলে
বিছানায় শুয়ে গভীর রাতে
ভূতের ভয় পাই না !
এখন শুধু খুঁজি তাকে
কারণ, আমি যে বড় হয়ে গেছি !


কস্ট পেলে চিৎকার করে কাঁদি না ;
কোনো কিছু না পেলে
মা-বাবার কাছে বায়না করি না ।
বন্ধুদের সঙ্গে মারামারি করে
বাড়ি এসে মুখ গোমরা করে
বসে থাকি না,পড়ার টেবিলে ।
এখন মনের মধ্যে অন্য স্পর্শ পাই
কারণ,আমি যে বড় হয়ে গেছি !


ফুল ছিঁড়ে মিথ্যে মালা গেঁথে
আর ফেলে দিই না পথের ধুলায়;
ফুলে গন্ধ নেই বলে
দু`পায়ে এখন আর পিষে দিই না !
আমাকে দেখে কেউ হাসলে
বুঝতে পারি ভালবাসার হাসি
না বিদ্রপের হাসি।
কেউ হাত বাড়ালে বুঝতে পারি
নির্ভতার হাত না স্বার্থের হাত ।
কারণ,আমি যে বড় হয়ে গেছি !


কেউ আমাকে গালাগালি করলে
আর তেড়ে যাই না মারতে ,
অভিমান কিম্বা রাগ হলে
আমার সঙ্গে কথা বলি একান্তে।
চলতি পথে রাস্তা হারিয়ে ফেললে
ভয়ে দিশাহীন হয়ে পড়ি না।
রাস্তায় দু`হাত শূণ্যে ছুঁড়ে চিৎকার করে
ছেলে মানুষী করি না!
কারণ,আমি যে বড় হয়ে গেছি !


নিজের দুঃখ নিজে মুখস্থ করতেপারি
সে আসবে না বলে ,
কোনো কিছু পাবো না জেনে –
কারণ,আমি যে বড় হয়ে গেছি !