বেঁচে থাকা
নরেশ পাটঘরা


ঘুমের মধ্যে দেখেছি চাঁদের গায়ে
লেগে ছিল মরা যন্ত্রণার কালো দাগ


জানালা ধরে গাছেরা ফিসফিস কোরে
বলছিল দুর্বল হৃদয়ে স্বপ্ন দেখতে নেই


ভালোবাসার পেরেক মারা আছে
নাভিমূলে জং ধরে নোনা জলে


স্বাদ নিয়ে দেখিনি
চুম্বনে থাকে বিষ না অমৃত


কাঁটায় বেঁধা পাখিটা
ছটফট করে বুকের খাঁচায়


ভরা জোছনা ফুটো নৌকো
দাঁড় বাই ভরা জোয়ারে


আবার সে ডাক দেয়
তির ছুঁতে আপ্রাণ চেষ্টা।