বেশি কিছু চাইনি
নরেশ পাটঘরা


বেশি কিছু আমি কোনো দিন চাইনি ।
শুধু চেয়ে ছিলাম ,
আমার একটা ছোট্ট ঘর হবে ;
সেই ঘরে সারাক্ষন শুনবো
এক জোড়া নূপুরের শব্দ ।


চেয়ে ছিলাম ,
এক জোড়া চোখ আমাকে
ভালোবাসবে ,
আমার জন্য অপেক্ষায় থাকবে ।


চেয়ে ছিলাম ,
সন্ধ্যা বেলায় সে গাইবে
রবি ঠাকুরের গান ,
খোলা আকাশের নিচে –
হাত ছুঁয়ে থাকবে দু `টো হাত ।


আর চেয়ে ছিলাম ,
এক মুঠো ভাত বেড়ে দিয়ে
বসবে আমার সামনে ।


এর বেশি কিছু আমি কোনো দিন চাইনি ।
                ************