ভালোবাসার বাঁধন
নরেশ পাটঘরা


যেদিন আমার মৃত্যু হবে
সেদিন যেন আমাকে পুড়িয়ে ছাই করে দিও না !
ছাই হয়ে বাতাসে ভেসে বেড়াতে চাই না !
বৃষ্টি এলে মিশে যেতে হবে
জল মাটি কাদার সঙ্গে !


যেদিন আমার মৃত্যু হবে
সে দিন যেন আমাকে কবর দিও না ,
কবরের অন্ধকার আমার যে ভালো লাগে না।
বড় তাড়াতাড়ি জল কাদা মাটির সঙ্গে
মিশে যেতে হয় !


যেদিন আমার মৃত্যু হবে
আমাকে ভাসিয়ে দিও
লক্ষ্মীন্দরের মত কলার ভেলায়
রায়মঙ্গলের জলে
ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে
নীল আকাশে তারাদের সঙ্গে
ভাব জমিয়ে ,শোনাবো
ভাটিয়ালী,ভাওয়াইয়া,কবিতা
আর নতুন নতুন সুর।
তারপর একদিন পৌঁছে যাবো
আমার প্রিয়ার কাছে। সে যখন
আসবে নদীর ঘাটে জল নিতে
জল হয়ে ছুঁয়ে আসবো তার
নরম দুটি হাত।হয়তো
আমার স্পর্শে সে তখন হয়ে পড়বে
ক্ষনিকের জন্য আনমনা।


যেদিন আমার মৃত্যু হবে
আমার বুকের উপর একটি গোলাপ রেখে দিও!
প্রিয় মানুষের কাছে যাবো
ভালোবাসার বার্তা নিয়ে !
বুকে জড়িয়ে ধরে বলবো ,
আবার যেন তোমাদের কাছে
ফিরে আসতে পারি !
আরো যেন ভালোবাসতে পারি
মান-অভিমান,ন্যায়-অন্যায় সব যেন ভুলে যাই
তোমাদের ভালোবাসার স্পর্শে ।
শুধু এটাই প্রার্থণা ।