ভালোবাসার জন্য
নরেশ পাটঘরা


তোমার ঠোঁটের মতন বিকেলের আকাশ
ঝুঁকে পড়েছে ধানক্ষেতের পাশে।
তোমার করতল এর মতন নদী
স্থির, বিভোর স্বপ্নে!
ঠিক তখন-
মুঠো মুঠো স্বপ্ন ওড়ায়
শহরের ফুটপাতে জুড়ে ,
আসন্ন নির্বাচনে মুখ্যমন্ত্রী হবে বলে
একদল পতাকাবাহী নেতা।


শিশিরের মতো ঝরে পড়ে
বোবা কান্না ।জল জমে
স্বপ্নের মহানগরীতে, গ্রাম
রক্তশূন্য বৃদ্ধের মত চোখ তুলে
তাকিয়ে থাকে।


ভাঙা মেঘের মতোন মন
উড়ে যায় দূর কোনো
কুমারীর আঁচল ছায়ায়
একটু ভালোবাসার জন্য।