ভালোবাসার মরণ
নরেশ পাটঘরা


তোমার কথা লিখবো বলে
যেই না ধরি কলম !
আবেগ প্রবন হয়ে পড়ি
তখন ভীষণ রকম ।
তোমার দীঘল কালো চুল
যখন হাওয়ায় ওড়ে ।
ভালোবাসার কথা গুলো
মনে আমার পড়ে ।
তোমার কোমল হাত দু`খানা
ধরে যখন বসি ,
দেখি তখন তোমার মুখে
লাজুক লাজুক হাসি ।
যখন তুমি উড়িয়ে আঁচল
রাজহংসী চলো ,
দেখে আমার প্রেমিক হৃদয়
ফাগুন রঙিন হলো ।
তোমার কালো আঁখি যখন
সাজাও কাজল দিয়ে ,
মাতাল হৃদয় চায় হারাতে
তোমায় সঙ্গে নিয়ে ।


তোমার কথা শুনতে আমার
ভীষণ লাগে ভালো ,
রবি ঠাকুর যখন তুমি
সুর করে বলো ।
যখন তুমি ঝগড়া করো
চোখেতে চোখ রেখে ,
ও! মরি মরি তখন
রূপের ঝলক দেখে ।
যখন তুমি চোখের ভাষায়
ডাকো আমায় কাছে ,
তখন আমার মনের ময়ূর
পেখম তুলে নাচে ।
আমায় যখন আপন করে
স্বপ্ন এঁকে দাও ,
তখন বলি জীবন সাথী
করে আমায় নাও !


একটু চাওয়া একটু পাওয়া
একটু খানি জীবন ,
তোমার সঙ্গে চাই আমি
ভালোবাসার মরণ ।
*****************