ডাক
নরেশ পাটঘরা


এবার আমাকে ছেড়ে যেতেই হবে এই বাড়ি ।
এই বাড়ির প্রতিটি ইট,বালি,সিমেন্ট,
জানালা ,দরজায় রয়ে গেছে আমার স্পর্শ !


প্রতিদিনের কত স্মৃতি –
রাগ ,অভিমান ,স্নেহ ,ভালোবাসা
সব এই খানে রেখে চলে যেতে হবে ।


কত লোকের সঙ্গে পরিচয় !
তারাও ভুলে যাবে ,
বাড়ির লোক ভুলতে দু`দিন সময় বেশি নেবে !
এবার আমাকে ছেড়ে যেতেই হবে এই বাড়ি ।


শত্রূ ,মিত্র ,বন্ধু ,ছেলে-মেয়ে ,নাতি-নাতনীদের মধ্যে
কেউ কেউ হয়তো মাঝে মাঝে
স্মৃতির পাতা থেকে ধুলো মুছবে !


আমার অতি পুরানো ছবিটা খুলে
রেখে দেবে অপ্রয়োজনীয় স্তুপের মধ্যে ।
বেশ কয়েক দিন সেখানে থেকে
তারপর সেও এই বাড়ি ছেড়ে
বেরিয়ে পড়বে সকালের গাড়িতে দূরে কোথাও !


এবার আমাকে ছেড়ে যেতেই হবে এই বাড়ি ।
সব আয়োজন প্রস্তুত !
               *****************