এক স্বপ্নপাখি
নরেশ পাটঘরা


মেয়েটার বুকের মধ্যে ছিল
একটা স্বপ্ন পাখি ।
পাখিটাকে ভালবেসে ধীরে ধীরে
সে পা দিল যৌবনে।
এবার পাখিটার ডানায় ডানায়
নানান রঙের উপস্থিতি।


একদিন পাখিটা ধরা পড়ল
পুরুষতান্ত্রিক সামাজিক খাঁচায়।
পাখিটা দিন রাত ছটফট করে
একবারের জন্য উড়বে বলে ।
পাখিটার এক পায়ে শাঁখা
অন্য পায়ে নোয়া ,কপালে
দাসত্বের লাল টিপ পরানো হলো।


পাখিটা এখন গান গায় না,
কথা বলে না ,চোখ তুলে
দেখে না ,আকাশ রং ছাড়লো কিনা!


মেয়েটার কাছে এখন
ভালোবাসা অতীত।
নরম তুলোর মতো ঠোঁট দুটোতে
বহুকাল ভালোবাসা না পাওয়ার
বলিরেখা গুলো ফুটে উঠেছে
অনাবাদী জমির মত।


এবার মেয়েটা বাঁচতে শিখেছে
সীতার মত যন্ত্রণা সহ্য করে
যতদিন ,যতটা সময়,
বেঁচে থাকা যায় লড়াই করে।