একলা জীবন
নরেশ পাটঘরা


সময়ের স্রোতে ভেসে চলেছি
কচুরিপানার মতো উদ্দেশ্যহীন।


স্বপ্নের ফুল ফোটে
রঙিন হয় বোধের পৃথিবী !


চোরা স্রোত ,ভেঙ্গে দেয়
তীর ছোঁয়ার স্বপ্ন!


বুকের বিস্তীর্ণ নোনা জমিতে
ভালোবাসার দুর্ভিক্ষ।


শরীর ভাঙছে প্রতিটি মুহূর্তে
অবিশ্বাসের ভূমিকম্পে !


একলা জীবন ভাসছে এখনো
একবার মাটি পাবে বলে।