একলা
নরেশ পাটঘরা


চেয়ে ছিলাম
কেউ আমাকে ভালো বাসুক
নিঃস্বার্থ ভাবে।
চেয়ে ছিলাম
একটি কোমল হৃদয়;
যে হৃদয় আমাকে প্রশ্রয় দেবে;
আমার ছোট ছোট অভিমান গুলোকে
ভালোবাসায় ,যত্নে ,স্নেহে
চিরসবুজ করে রাখবে।


চেয়ে ছিলাম
কেউ আমাকে বুঝুক।
চেয়ে ছিলাম
জীবনের কটা দিন
সঙ্গীতের মত
কাটিয়ে দিতে।


কিন্তু
জীবন বারবার আমাকে
শেখায় একলা চলাই "জীবন"।