এরা কারা ?
নরেশ পাটঘরা


আমি নারী ।
সব কিছু মুখ বুজে সহ্য করি বলে –
আমাকেই আগ্নি পরীক্ষা দিতে হয় ,
বনবাসে যেতে হয় , পাতাল পুরীর
গভীর অন্ধকারে একা জীবন কাটাতে হয় !


আমি নারী ।
বিনা অপরাধে অভিশপ্তা অহল্যা
পাষানী হয়ে জীবন কাটাতে হয় !
যত অভিশাপ সতিত্ব পরীক্ষা
আমার জন্য ।যত নিয়ম কানন
সামাজিক বেড়ি আমার জন্য ।


আমি নারী ।
ধর্মের দোহাই দিয়ে হাজার হাজার
পুরুষের সামনে আমাকে বাজি ধরেছো।
আমাকে নগ্ন করতে
কি ভীষণ প্রতিযোগীতা !
ভগবান শ্রীকৃষ্ণ
তারও লীলায় চাই নারী !
নারী ছাড়া তার লীলা অসম্ভব ।


আমি নারী ।
জীবন বাজি রেখে
সাগরের জলে ভাসি স্বামীর জীবন বাঁচাতে ।
ইন্দ্রের সভায় নাচি দেবতাদের খুশি করতে ।
তবু রয়ে যাই পুরুষের গড়া
একই নিয়মের বাঁধনে পরাধীন ।


আমি নারী ।
পাথর ভাঁঙি ,মাঠে চাষ করি ,
কলে কারখানায় কাজ করি ।
পরম স্নেহে ভালোবেসে সুখে দুখে
পাশে থাকি সব যন্ত্রণা গোপন করে ।
তবু অভিযোগের আঙুল আমার দিকে !


আমি নারী ।
ইচ্ছে খাঁচায় আমাকে বন্দী রাখো
শাষণের বেড়ি দিয়ে !
প্রতিনিয়ত রক্ত ঝরে পড়ে
স্বর্বংস্বহা পৃথিবীর বুকে ।
**************************