ইচ্ছেগুলো
নরেশ পাটঘরা


আমার মাঝে মাঝে খুব
অভিমান করতে ইচ্ছে করে।
যখন ভাবি
কার উপর অভিমান করব!
কে আছে আমার ?
যার উপর অভিমান করা যায়!


মন জুড়ে একটাই ইচ্ছে
কেউ ,দিনের শেষে আমার পাশে বসে
ভালো-মন্দ ,দুঃখ যন্ত্রণা ,
সবকিছু মন দিয়ে শুনবে;
আর হাতে হাত রেখে বলবে
এই দেখো ,আমি তো আছি!
যখন ভাবি-
আমার তো কেউ নেই
যে হাতটা শক্ত করে ধরে থাকবে !


মাঝে মাঝে ভাবি ।
আমার মতো করে কাউকে তৈরি করব
যে ,ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো
অন্তর দিয়ে উপলব্ধি করতে শিখবে।
প্রথম থেকে শেষ দিন পর্যন্ত
থাকবে ভালবাসায় পরিপূর্ণ।
যখন ভাবি -
কোথাও  তো কেউ নেই
যে আমার হাত ধরবে এমনি ভালবেসে।


তাই ইচ্ছে গুলো
ইচ্ছে হয়ে রয়ে গেল।