ঈশ্বর
নরেশ পাটঘরা


ঈশ্বর তুমি যেখানে আছো
সেখানেই থাকো। কি হবে,
আমাদের কথা জেনে ?
চোখ বুজে যেমন আছো
নির্বিকার তেমনি থাকো ।


চারিদিকে এত পাপ ,এত অনাচার,
এত কান্না ,ভালবাসাহীন
স্বার্থের এত জৌলুস ,ধর্ষণ,
জাতপাতের লড়াই ,তবু
তুমি আছো বেশ
ঈশ্বর হয়ে মাথার উপরে।


তোমাকে কেউ কি দেখেছে ?
তুমি কি কারো কাছে দেখা দিয়েছো?
তুমি কি আমারই মতন দেখতে?
নাকি কল্পনায় যে যেমন ভাবে ,তাই!


অদ্ভুত তোমার মহিমা
আছো আর  নেই এর মাঝখানে
কি অসম্ভব উপস্থিতি!
পাপের মধ্যে তুমি
আবার পণ্যের মধ্যে তুমি
শুধু আমি এবং আমরা
সমাধান খুঁজি
নিজের মতন করে স্বর্গীয় চিন্তায়।