যখন ভীষণ মন খারাপ
নরেশ পাটঘরা


আমার ভীষণ মন খারাপে
মেঘের চোখে জল ।
ঝড়ো হাওয়া মনের মধ্যে
বাইরেটা থমথম ।
দীর্ঘ পথ বহুদিন হাঁটছি একা একা ।
কখনও বুকের ক্যানভাসে তে রংয়ের ছড়াছড়ি,
কখনো আবার শুধুই ধূসর
স্বপ্ন ভাঙার গান।


তোমার ঠোঁটের তিলর মত ছিল
আমার গভীর প্রেম ।
অসুখ ছিল একটা আমার
শুধু ভালোবাসার।
নইলে আমি ভালো থাকি
তোমার মতো ,তোমার হয়ে ,
তোমার গভীরে ডুব দিয়ে।