ক্রূশ বিদ্ধ
নরেশ পাটঘরা


ক্রূশ বিদ্ধ সময়
কিছুতেই কাটতে চায় না ।
যন্রনায় জমাট বাঁধা রক্ত
বুকের গভীরে জমে আছে
পাথরের মত ।
স্বপ্ন গুলো পুড়ে পুড়ে যাচ্ছে
অনুতাপের আগুনে ।
কারা যেন প্রতিদিন স্বপ্ন দেখিয়ে
জ্বালিয়ে রেখেছে
আশার প্রদীপটা ।


এখন রাত্রি নামে
বাদুড়ের কালো ডানায় ভর করে ।
এখন চাঁদ ওঠে
মরা নদীর বালুতে আছাড় খেতে খেতে ।
প্রিয় মানুষরা খুব একটা আসে না
নদীতে ভাটীর টান বলে ।