লক্ষ জন্ম
নরেশ পাটঘরা


তোমার দুচোখে ভীষণ রকম স্বপ্ন।
এখন আমি কালিন্দীর জলে
ঢেউ গুনতে মগ্ন ।
ঢেউয়ের মতন ছোট ছোট প্রেম-ভালোবাসা
কেঁপে কেঁপে উঠে ভেঙে যায়
গভীর অসীম নীলে!


তবু
তোমার তোমার কাছে হারমানি।
শতবর্ষ আয়ু চাই
একলা পথিক হয়ে থাকতে চাই না!
গাঢ় প্রেম বুকের পাঁজরে
বাসা বাঁধে ,চোখের ব্যালকনিতে সাজায়
মেঘ ,রোদ্দুর ,চাঁদ ,তারা,স্বপ্ন ।


তোমার হাতের স্পর্শে
এক জন্মাতো ছার
লক্ষ জন্ম পার করে দিতে পারি।