মানুষ এবং নারী
নরেশ পাটঘরা


মেয়েটার
মুখ ছিল না
বুক ছিল তার ভরা দিঘি
সুখ ছিল না
দুঃখ ছিল চোখের নিচে
দীর্ঘ রেখা টেনে


মান ছিল না
মন ছিল তার
মনের থেকে দূরে


প্রেম ছিল না
প্রেমিক  ছিল ঘিরে
সাড়ে  তিন হাত দেহখানার জুড়ে


ভাব ছিল না
ভাবনা ছিল
উথাল পাথাল
মানুষ এবং নারী
প্রভেদ কত
ভালো করে বোঝার


সব ছিল তার
ছিল না শুধু
মনটাকে তার মন দিয়ে বোঝার


রচনা
29/02/2000