মিথ্যে
নরেশ পাটঘরা


এখন তুমি বলতে পারো !
ভালোবেসে ভুল করেছি ।
এখন তুমি বলতে পারো !
তোমার ঘর করতে এসে
শখ আহ্লাদ শেষ করেছি !


এখন তুমি বলতে পারো !
কত কথাই বলে ছিলে ,
দিব্যি দিয়ে ,সে সব কথা
সরল মনে ,সাজিয়ে নিয়ে
এখন দেখি শুধুই গড়ল !


এখন তুমি বলতে পারো !
মরলে আমি
পা ছড়িয়ে ক 'টা  দিন বাঁচতে পারি !
বিকেল বেলা ভোরের ফুল
তুলতে আবার
লেকে ,পার্কে ,মলে কিম্বা
নাইট ক্লাবে যেতে পারি !


এখন তুমি বলতে পারো !
বিয়ে নামের মন্ত্র গুলো
মিথ্যে মিথ্যে শুধু মিথ্যে !!!