মনন
নরেশ পাটঘরা


আমাকে আর বদলাতে চেয়  না!
বদলাতে বদলাতে আজ আর
আমি নিজেকে চিনতে পারি না!
আমিত্ব হীন আমি হয়ে
বেঁচে আছি, বেঁচে থাকতে হয় বলে।


দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে
আজ আমি ভীষণ রকম ক্লান্ত,
চোখ জুড়ে ঘুম।


যতক্ষণ ঘুম,ততক্ষণ শান্তি।
জেগে থাকা মানে
এক পৃথিবী যন্ত্রনা ,এক আকাশ আগুন।
নিজের অস্তিত্ব খোঁজার আপ্রাণ চেষ্টা ।


আমার কথা শোনার ,বোঝার , জানার জন্য নিজেকে নিজের মুখোমুখি বসিয়ে রাখি ।
এক হাত দিয়ে আরেকটি হাতকে
শক্ত করে চেপে ধরে রাখি !
যতদূর পর্যন্ত সম্পর্ক রাখা যায়  ।


এখন সম্পর্কহীন সম্পর্কের
উপর ধীরে ধীরে মানিয়ে  নিতে শিখেছি।
পৃথিবী বদল হচ্ছে
মানুষের মননে।