মরচে ধরা বাড়ি
নরেশ পাটঘরা


চঞ্চল চোখে এঁকে ছিলে তুমি
স্বপ্নের মতো তিনতলা বাড়ি ।
ছোট ছোট অনুভূতি দিয়ে গাঁথা
আর ভালোবাসার রঙে রাঙানো।


এখন নোনা জলে
কোথাও কোথাও ধরেছে মরচে।


বাড়ির মধ্যে
পোষা এক ভিনদেশী ময়না
সে চায় ছোট্ট জীবনে
একটু স্নেহের শাসন ,মায়ার বাঁধন,
মমতার আলিঙ্গন।


মিস্ত্রি এসেছে করতে মেরামত
অতি গোপনে।


বাড়িটা ঘিরে ছিল
তোমার একান্ত অহংকার।
তাই প্রতিদিন বারান্দায় এসে
উড়িয়ে দাও বাসি স্মৃতি ।
আর এক বুক নিঃশ্বাস নিয়ে
তোমাকে বলতে শুনি......
আমি ফিরবো তোমার কাছে
আরো আরো ভালোবাসা নিয়ে।