মরীচিকা প্রেম
নরেশ পাটঘরা


বুকের মধ্যে জমে থাকা
অবহেলা গুলো
মাঝে মাঝে আছড়ে পড়ে
ভেঙে পড়া বুকের মাঝখানে
যেখানে এক সময় ভালবাসার
ফুল ফুটতো।


এখন বুক জুড়ে নোনা জল
নিজেই চেটেপুটে খাই
তবুও জল পড়ে ........
নিঃশব্দে শিশিরের মতো।


কেউ নেই।
কথা গুলো ভেসে বেড়ায়
অনাথ হয়ে,কঠিন লোহার
গরাদ ছুঁয়ে দাঁড়িয়ে থাকে স্বপ্ন।


ভালবেসে কেউ ভেজায়নি
শুকনো ঠোঁট,তাই
মরুভূমির মত রুক্ষ।
চারিদিকে মরীচিকার মায়া
ক্লান্ত হই তবু
রঙ লাগে চোখের কালো মনিতে।