নরেশ পাটঘরা


আমার সকাল বেলা সন্ধ্যা নামে
তুমি মুখ ফিরিয়ে থাকো বলে ।
একলা মন
পথ ভুলে যায়।
চারিদিকে স্মৃতির দেওয়াল;
এক তারাতে
গান গেয়ে যায়
বুকের মধ্যে প্রেমের নদী।


হাজার টুকরো মনটা এখন
যায় না বাঁধা
বিনি সূতায় রঙ লাগিয়ে।
শব্দ ভেঙে শব্দ গড়ে
অনেক দূরের একটা মন,
শেষ বিকেলের
পদাবলী লিখবে বলে ।