পরের জন্ম
নরেশ পাটঘরা


একলা জীবন।
তবু জানো? তোমার জন্য
পরের জন্মেও আসতে পারি!


তোমার জন্য লাল শাড়ি
লাল টিপ, সোনায় বাঁধানো লাল পলা,
আরো কত কি দেবো ভেবে
একটু একটু করে পয়সা জমাই।


তুমি যখন তোমার কাজল কালো
চোখ সাজাও কাজল দিয়ে,
আমার চোখের পলক পড়ে না।
তোমার গায়ের গন্ধ
সব পারফিউম কে হার মানায়।
তোমার চুলের গন্ধে মাতাল থাকি।
পলাশ পাপড়ির মত ঠোঁট দুটো
আমাকে রাঙিয়ে রাখে।
বিশ্বাস করো;
এ জন্মে তোমাকে না পেলে
পরের জন্মেও আসতে পারি!


তোমার কথাগুলো
সারাক্ষণ ব্যস্ত থাকে কানের মধ্যে।
তোমার হাসি সিনেমার
সব নায়িকার হাসি কেও হার মানায়।
তোমার পায়ে নুপুর বাজলে
আমার বুকে হাজার জল তরঙ্গ
একসঙ্গে বেজে ওঠে।


তুমি কখন ডাকবে
সে অপেক্ষায় বারবার সময় দেখি।
তোমাকে আমি
তিন সত্যি করে বলতে পারি
আমার মত ভালবাসতে
কেউ পারবে কিনা জানিনা!
তবে
তোমার জন্য
পরের জন্মেও আসতে পারি।