প্রশ্ন
নরেশ পাটঘরা


অশোক তমাল বনে
এখনো কি আসে রাধা ?
এখনো কি বাঁশি বাজে
দুপুর বেলা?


কবে কার সেই প্রেম!
আজো এই ইট বালি পাথরের
মিনারে কিংবা অন্ধ রাস্তার গলিতে
দেখি অন্য রাধা অন্য কৃষ্ণ
ভালোবাসায় উদ্বেল।


ভাল করে চেয়ে দেখি
সেই চোখ ,সেই মুখ ,সেই হাসি ,
সেই উৎকণ্ঠা, সেই বিরহ,
বহুরূপী রাধাকৃষ্ণ
সময়ের সঙ্গে শুধু হয়েছে
আধুনিক ।


আমি শুধু মিথ্যে ভ্রমে খুঁজে ফিরি
আর কত জনে বলি ,
অশোক তমাল-বনে
এখনো কি আসে রাধা ?
এখনো বাঁশি বাজে
দুপুর বেলা?