রঙিন খাঁচা
নরেশ পাটঘরা


বয়স আমার থমকে দাঁড়ায় ,
তোমার কাছে এলে ।
মনটা তখন একুশ বাইশ ,
ফাগুনে চোখ মেলে ।
মাথার চুলে ধরুক পাক ,
চোখে পড়ুক ছানি ।
বুকের ভিতর তোলপাড় ,
প্রেমের হাতছানি ।


সময় শুধু দৌড়ে পালায় ,
ঘড়ির কাঁটায় কাঁটয় ।
তবু তোমায় যত্নে রাখি ,
বুকের রঙিন খাঁচায় ।
     ***********