শরীর
নরেশ পাটঘরা


যৌবন আছে বলে
হাজার চোখ চেটে পুটে খায়
শরীর !


যখন গ্রহণ লাগে
ঝুঁকে পড়া শরীরের ভাঁজে ,
তখন কমতে থাকে
চোখের সংখ্যা !


থমকে দাঁড়ায় যখন শরীর
পাথরের মত ,
একটিও চোখ দেখিনা কোথাও !


শুধু ,
শরীরের গন্ধ শোকে
পিঁপড়ের দল !!