শত্রুর কাছে
নরেশ পাটঘরা


কার কাছে গেলে জানতে পারবো
আমার কতটা দোষ আছে?
প্রিয় মানুষের কাছে?
না ,আমার শত্রুদের কাছে?


প্রিয় মানুষেরা  আমার কোন দোষ তো
দেখতে পাবেনা!
তারা তো আমায় ভালবেসে
অন্ধত্ব রাষ্ট্রের মত বলবে ,
আয় আমার কোলটি ঘেষে বোস।
তুই ছাড়া পৃথিবীতে
থাকার কোন মানেই হয়না,
তোকে ভালোবেসে কটা দিন
কাটিয়ে দিতে চাই!


বরং শত্রুর কাছে গেলে
তারা নিখুঁত ভাবে বের করবে
আমার প্রতিটি ত্রুটি।
কতটা স্বার্থপর, বদমেজাজী ,
পাগল কিংবা উন্মাদ অথবা
বিবেকহীন অ-মানুষ ....  আরো কত কি!


তাই প্রথম আমার যাওয়ার দরকার
শত্রুর কাছে।
নিজেকে জানার বা বোঝার জন্য!