সোনালী বিকেল
নরেশ পাটঘরা


এক বুক যন্ত্রণা নিয়ে
ঘুমিয়ে আছে সুখ!
নিষেধের প্রাচীর উঠেছে
প্রিয় মানুষকে ছুঁয়ে দেখার।


ভেতরে ধীক ধীক করে জ্বলছে
চিরকালীন আগুন
অনাহার আর আশঙ্কায়।


যন্ত্রির আঙুল নড়ে
বাজেনা যন্ত্র ।
কণ্ঠনালীতে আটকে আছে
তাল পাকানো স্বরলিপি।


বিমানের ডানায়, ট্রেনের পেটে
জমেছে শতাব্দীপ্রাচীন ধুলো।
শুধু ছোট্ট শিশুটি
একছুটে এসে দেখে যায়
মাঠে রঙিন বলটা
লাফায় কিনা সোনালী বিকেলে!