স্বপ্নে মৃত্যু দর্শন
নরেশ পাটঘরা


লাশকাটা ঘরে শুয়ে স্বপ্ন দ্যাখে
একটি বালক- দেহ গলে গলে পড়ে
দুর্গন্ধ বাতাসে। হাড় কুরে কুরে খায়,
ক্রিমি কীট। চিন্তার পাহাড় সরিয়ে,
ঘুমায় করোটি। নীল দুটি চোখ
তুলে নিয়ে পালায় ইঁদুর ।


গোলাপ ছোয়া হাতে আরশোলার
মিছিল-মিটিং এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা ।
হলুদ আলোয় সাঁতার কাটে
এক জোড়া প্রজাপতি।


অন্ধকারে জীবন ,বেদনার গান গায়
দক্ষিণা বাতাসে।