স্বপ্নের ডানায়
নরেশ পাটঘরা


ফুটপাতে জুড়ে ছড়ানো গোলাপ
রক্ত চাপ চাপ জমে আছে
ভালোবাসা মরচে পড়া
খাপে আটকে আছে বহুকাল
বার মাস বৃষ্টি
অভিমানী ছাতা মুড়ি দিয়ে
নিঃশব্দে চলে যায় সে


রাত গভীর হলে
মিস্ত্রি আসে ঘর বানাতে
হাওয়ায় ভেসে যায়
পলাশের গন্ধ আর শিমুল তুলো


আমি এখনো বসে আছি
রাঙা মেঘ ছুঁয়ে
স্বপ্নের ডানায়।