তোমাকেই ভালোবাসি
    নরেশ পাটঘরা


আমি তোমার কাছে ভালোবাসা চেয়ে ছিলাম।
দেবে ? আমাকে একটু ভালোবাসা ?
কি হলো ? চুপ করে আছো যে ?
আমাকে আজো কেউ ভালোবাসেনি ;
আদর করে কেউ মাথার চুলে বিলি কাটেনি ।
বৈশাখের মাঠের মত শুকনো ঠোঁট ,
চোখের পাতায় স্বপ্ন জেগে থাকে
নিস্পলক তোমার দিকে !


ঝড় ,বৃষ্টি ,রোদ উপেক্ষা করে
আসার জন্য প্রস্তুত ,
যদি তুমি একবার ডাক দাও !
তুমি বিশ্বাস করো না করো
সারাদিন তোমার কথা ভাবি !
তুমি  কি একটি বারও আমার কথা ভাবো ?


আমার বিছানা কেউ গুছিয়ে দেবার নেই বলে
ওলোট পালট হয়ে পড়ে থাকে ।
কতদিন ঘুমিয়ে পড়েছি চশমা চোখে ।
টেবিলের উপর তোমার ছবিটা
রাখতে গিয়েও রাখতে পারেনি ;
যদি ধুলো পড়ে !
বড় ভালোবাসি তোমাকে ।


একটি বার হাত বাড়াও
শুধু একটি বার ।
আমি যে ভালোবাসার কাঙাল
তোমার প্রেমের কাঙাল ।