তোমার জন্য
নরেশ পাটঘরা


তোমার কাছে আসতে গেলে
সাজতে বসি কোন সকালে
গড়িয়ে আসে বিকেল
তবু সাজ , হয় না আমার শেষ !


তোমার কাছে আসতে গেলে
কত কথা সাজিয়ে রাখি
কখনো বা লিখে রাখি
ছোট্ট একটা খাতায়
তবু কথা , হয় না আমার শেষ !


তোমার কাছে আসতে গেলে
একটা কেমন অন্য রকম অনুভূতি
জীবনটা বেশ রঙিন রঙিন
বেঁচে থাকার অন্যরকম মানে
তবু বুঝিনা ,এ অনুভূতির কোথায় শেষ !


তোমার কাছে আসতে গেলে
পথে ফোটা ফুলগুলো সব
তাকিয়ে থাকে ।আমার দিকে ।
বেশ মিস্টি মিস্টি গন্ধ ।
কতকটা তোমার গায়ের মতন ।
তবু বুঝিনা , এ গন্ধের কোথায় শেষ !


তোমার কাছে আসতে গেলে
মনটা কেমন বসন্ত হয় !
চারি দিকে প্রজাপতি ,
কোকিল ডাকে ,মেঘ-রৌদ্দুর খেলা করে
নদীর জলে যোয়ার লাগে
তবু বুঝি না ,ভালো লাগার কোথায় শেষ !