তুমি আসোনি বলে
নরেশ পাটঘরা


তুমি আসোনি বলে ,
বারান্দায় মেঘেরা ঘোরাফেরা করে।


তুমি আসোনি বলে ,
উঠোনে ঝরা পাতা এলোমেলো ওড়ে।


তুমি আসোনি বলে,
স্বপ্নগুলো হেঁটে হেঁটে যায়
সদর দরজা পার হয়ে
সড়কের ওপারে ।


তুমি আসোনি বলে,
মাছরাঙ্গা চুপ করে থাকে
শিকার ধরে না
ডিগবাজি খায় পুটি মাছ জলে।


তুমি আসনি বলে,
আমার বাগানে
বসন্ত থমকে দাঁড়িয়ে থাকে।


তুমি আসোনি বলে,
আজ আমি অন্য কারো
কাছে প্রেম পেয়ে গেছি
ঠিক যেমনটা চেয়েছিলাম।