তুমি কোনদিন চাওনি
নরেশ পাটঘরা


তুমি কোনদিন চাওনি
আমি তোমার কাছে আসি ! কিন্তু আমি,
বারবার চলে আসি
লজ্জা ঘৃণা ভয় ভুলে!


তুমি কোনদিন চাওনি
আমি তোমার কাছে আসি!
কিন্তু আমি,
চন্ডিদাসের মত -
সমাজ ,সংসার ,মান-অভিমান
জাতপাত ,ন্যায়-নীতি বিসর্জন দিয়ে
ঘুরে ফিরে আসি
ভালোবাসায় পূর্ণ হবো বলে।


তুমি কোনদিন চাওনি
আমি তোমার কাছে আসি।
কিন্তু আমি ,
কি করব বলো?
কবেই মনটা তোমাকে দিয়ে রেখেছি
জানিনা ।এই শরীর নিয়ে
কি করব বলো?
তোমার কাছে আসলেই শরীর প্রাণ পায়।


তুমি কোনদিন চাওনি
আমি তোমার কাছে আসি ।
কিন্তু আমি,
ডুবে থাকি তোমার ভাবনায় ।
ছুঁয়ে থাকি তোমার হাত ।
তোমার উপহাস, উপেক্ষা,
আমার কিছু আসে যায় না ।
কারণ, আমি তোমার অংশ।


তুমি কোনদিন চাওনি
আমি তোমার কাছে আসি।
কিন্তু আমি ,
যেদিন আসবো না জানবে
সেদিন আমি মারা গেছি ।
শুধু ভালোবাসাটা রেখে যাব
তোমার আঁচলে বেঁধে।