বাইশে শ্রাবণ তুমি যত বারই আসো
ফিরে ফিরে,
তোমাকে বারবার ফিরে যেতে হবে
ওই শূন্য হাতে!
কারণ রবির মৃত্যু লেখা হয় নি আজও ভাগ্যাকাশে,
শাশ্বত জীবনের ধারা
হয় না কখনো সংযত--
ফিরে ফিরে আসে তাঁরা
জীবনের অমৃত পানে
মহা জীবনের রথে,


মৃত্যুর সাধ্য কি অতোটা ই আছে
যতটা দিয়ে পরিত্যক্ত দেহ ছাড়া ছুঁয়ে যাবে
হৃদয়ের ফল্গুধারা!


আবাল বৃদ্ধ বণিতার প্রাণে
যে সুর আজো বাজে,
যে বাণীতে আজও জীবন্ত হয়ে ওঠে
মৃত্যুর সারি,
যে প্রেমে রাজ সিংহাসন ছাড়ি
রাজা হতে পারে ভিখারি--
সেখানে মৃত্যুর তন্দ্রা!


সবই ভ্রমের ভ্রমে ভরা,
মেঘের আড়ালে দিবাকর
ক্ষণিকের যেমন ঢাকা!


রবি যে আজও আছে, থাকবে
সহস্র কোটি পঁচিশে বৈশাখে,,,,,