অনেক কথাই জমে,
সব কি লেখা হয়ে ওঠে কাব্য করে;
সব বেদনার আঁচ পাওয়া যায় কি
কয়েকটা কবিতা পড়ে?


আকাশে জমে যে মেঘরাশি
কতটুকু ঝরে বৃষ্টি হয়ে?
দুরন্ত হাওয়ার পালে
যায় সে ভেসে অন্যখানে,
আকাশের অন্য কোণে–
তবু মেঘ থাকে;


ভুলে যাওয়া কি এতই সোজা
ভুলে যাবো বললেই কি সবকিছু
ভুলে যাওয়া যায়!


মনে করো আমাদের ভালোবাসা
ওই মেঘের মতোই,
অভিমানে ক্ষণিকের দূরে থাকা,
কিংবা ভুলে যাওয়ার মিছে প্রতিজ্ঞায়;
তবু কি হৃদয় আকাশে জমে থাকা ভালবাসাটা
অশ্রু হয়ে ঝরে,
যায় কি নিঃশেষ হয়ে
ঝকঝকে তকতকে নীল আকাশের কোনো এক কোণে
থাকে নাকি কিছু রেশ কিছু অভিমান?
কঠিন দহনের উদ্বায়ী বাষ্পের কণায়
বাষ্পভূত মেঘ হয়ে
ঘনায় নাকি কালবৈশাখী হয়ে
তোমার আমার মনের কোণে,
কখনো শরতের মেঘের খেয়ালে
কিংবা কখনো আষাঢ়ের ভারে!


তবু কি যায় ভোলা?
জীবনের খাতায় লেখা
ভালোবাসার সেই নামগুলো;
উষ্ণ রক্ত ধারায় মিশে গেছে যার আনাগোনা!


সে প্রেম!
সে ভালোবাসা!
যার কোনো পরিমাপ থাকেনা,
পরিধিও থাকে না,
থাকে না কোন পরিচয়ের দলিল
কিংবা কোন বস্তুগত ভীত;


থাকে শুধু আত্মিক অদৃশ্য একটা টান,
যেখানে কোনো আমিত্ব থাকেনা,,,,,।।