সেই জন্মলগ্ন থেকেই
ব্যর্থতার পথে হাঁটা আমার;
তবু থেমে নেই চলার ব্যাকুলতা–
অসীম ধূসরতা পেরিয়ে
এক ধ্রুবতারার সম্মোহনে;


অজস্র ছায়াপথ পেরিয়ে,
কোন এক চমকিত আলোর সন্ধানে
চলেছি আজও
বিষন্নতার বৃক্ষ থেকে মহীরুহে,
দিশাহীন লক্ষ্যে সঁপেছি নিজেকে
নিতান্ত কিছু মায়াময় বাঁধনে;


থেমে যেতে পারি,
কিংবা কক্ষচ্যুত হয়ে নিভে যেতে পারতাম
মাধ্যাকর্ষণ বা স্খলনে,
জীবনের স্বরচিত লেখা ছাড়পত্রে!


কিন্তু ফিরে আসি,
আকাঙ্ক্ষার উষ্ণতা বুকে নিয়ে
অনন্ত মায়ার ভরে;
নিঃসীম শূন্যতায় মরীচিকা সম কোন এক
প্রাপ্তির অজ্ঞাত সঞ্জীবনে!


তবু হেঁটে চলা
বিষন্নতায় বুক পেতে,
দিনরাত্রির আবর্তন ছুঁয়ে–
প্রাণবন্ত পৃথিবীর পথে;


সফলতার লক্ষ্যে  হাঁটিনি তাই
কখনো,
জীবনের টানে চলা এ পথে;
কারণ, থেমে গেলেই
নিষ্প্রাণ নীলাভ মৃত্যু লুফে নেবে
বারবার নিয়মে,
যেখানে জীবন নেই
আবার সমাপ্তি ও আসে না ফিরে;


তাই আজো হাঁটি, মাটির ঘ্রাণ নিতে
সেই আদিকাল থেকে !!