পৃথিবী বিধ্বস্ত অথচ আমরা,,,,,?
নিশ্চিত মৃত্যুকে ভৎর্সনা করছি!
কালোধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ
পুড়ে যাচ্ছে মানুষ, মানুষের অলিন্দ–
প্রেম  ব্যথা আর ব্যর্থতা!

হয়তো আমিও মরে যাব, ঠিক ওদের মতোই
কোন একদিন, জানিনা তুমিও থাকবে কিনা!
আমার প্রিয় কদম গাছটাও, সবুজে হলুদে
কদম কুঁড়ি,  কয়েকটা আধফোঁটা ফুলের গন্ধ
উপভোগ করেছি; অথচ নিশ্চিত নয় এখনো
বাকি কুঁড়ি গুলো ফুটবে কিনা! হয়তো অব্যক্ত যন্ত্রণা কুড়াতে কুড়াতে ই
আমিও কংক্রিট হয়ে যাবো–ছোপ ছোপ রক্তের কালো পিচে,
থেঁতলে যাওয়া কোনো কবিতা শিশুর পাশে!

অথচ পৃথিবী অস্বাভাবিক নিশ্চুপ থাকবে
যেন নিরব দর্শক হয়ে দাঁড়িয়ে প্রত্যক্ষ করবে
আমাদেরই ডেকে আনা কিছু সর্বনাশের উর্ধ্বগতি!
আমাদের পিশাচ সত্তার অনিয়ন্ত্রিত অভিশাপ–
যা এই লোভাতুর আর প্রতিহিংসাপরায়ণ প্রজাতির
রক্ত আর মাংসে/র হুবহু পরিকাঠামোর মতোই!!