জীবনে সুখ উপলব্ধি করতে হলে
দুঃখী মানুষের কাছে চলে যাও,
অনুভব করো তাঁর যন্ত্রণাকে;
তাঁর কষ্টকে দূর করতে
সচেষ্ট হয়ে দেখো
নিজেকে কতটা সুখী মনে হয়!


নিজে কতটা সফল হয়েছো
জানতে হলে সফলতর ব্যক্তির সংস্পর্শে এসো,
তাঁর থেকে নিজের দূরত্বটা পরিমাপ করে দেখো–
বুঝবে তুমি এখনোও কতটা পিছিয়ে!


জীবনটা কত বড়ো উপহার
জানতে হলে মৃত্যুকে স্মরণ করো,
আর মৃত্যুকে স্পর্শ করে দেখো
আর ঘনিষ্ঠ হও জীবজগতের সাথে,
বুঝবে কতো অতির প্রাপ্তি তোমার!


আর ত্যাগ কাকে বলে!
অক্টোপাসের মাতৃত্বকে স্মরণ করো;
কিংবা একটা বৃক্ষকে–
বুঝতে পারবে তুমি কতটা নিঃস্বার্থ!


আসলে সুখ-দুঃখ, আনন্দ বা যন্ত্রণা,  চাওয়া-পাওয়া, জীবন-মৃত্যু,
প্রাপ্তি বা ত্যাগ
সবকিছুই আসলে আমাদের
শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর করার নির্ণায়ক ও মাপকাঠি;


যা প্রকৃতি প্রদত্ত উপকরণ ও রসদ,
যার দ্বারা নির্মিত হয় জীবনের মাঝে
নির্মীয়মান জীবন,
জীবনের ফলকনামা!!